বাংলাধারা প্রতিবেদক »
ভরা বর্ষা মৌসুমেও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এটুক তাপমাত্রাতেই গরমে মানুষের হাঁসফাঁস। ভ্যাপসা গরমে জনজীবন অনেকটা দুর্বিষহ। এ যেন ভরা বর্ষা মৌসুমেও খরতাপ। গতকাল বৃহস্পতিবার বিকেলে এক পশলা বৃষ্টি নামলেও চট্টগ্রামে গরমের তেজ কমেনি। এ অবস্থা আরও দুদিন চলবে। তবে তিন দিনের মাথায় বৃষ্টি হতে পারে— শুক্রবার এ পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অফিসের কর্মকর্তারা বলছেন, মূলত বাতাসে আদ্রতার কারণেই মানুষের মধ্যে গরম লাগার অনুভূতি বেশি হচ্ছে। এ ছাড়া বর্ষায় কয়েক দিন বৃষ্টি বেশি হলে তাপমাত্রা কমে যায়। এখন কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও সেভাবে কিন্তু বৃষ্টি হচ্ছে না। সে কারণে তাপমাত্রা কমছে না। ১৬ বা ১৭ জুলাই পর্যন্ত এ অবস্থা চলতে পারে। এরপর বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে বাড়বে। ভারি বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। তখন অবস্থার পরিবর্তন হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অফিসের কর্মকর্তারা।
অন্যদিকে, ভরা বর্ষা মৌসুমেও কম বৃষ্টিপাতের বিষয়ে আবহাওয়াবিদরা বলছেন, মৌসুমি বায়ু বাংলাদেশে দুর্বলভাবে অবস্থান করছে। যার কারণে বৃষ্টি কম হচ্ছে।
এছাড়া চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ, রংপুর, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানানো হয় আবহাওয়া পূর্বাভাসে।
আজ শুক্রবার সকাল ৯টায় পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, টাঙ্গাইল, রাঙামাটি, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, চুয়াডাঙ্গা জেলাসহ রংপুর, রাজশাহী, সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ অবস্থা অব্যাহত থাকতে পারে। আগামী ৭২ ঘণ্টার শেষে গিয়ে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।
গরম বেশি অনুভূত হওয়ার কারণ সম্পর্কে আবহাওয়াবিদেরা জানিয়েছেন, দেশের ওপর দিয়ে মৌসুমি বায়ু সক্রিয় এবং বাতাসে আর্দ্রতা আছে। এ ছাড়া বৃষ্টির পরিমাণও কমে গেছে। তবে আসছে সপ্তাহের শুরুতে এ অবস্থার পরিবর্তন হওয়ার আশা করছেন তাঁরা।
গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ ৩৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল রাজশাহীতে। সর্বনিম্ন ২৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল নওগাঁর বদলগাছীতে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, একই সময়ের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তাসারে বলা হয়েছে, উড়িষ্যা, তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়ে একই এলাকায় অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, লঘুচাপের কেন্দ্রস্থল, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি আকারে সক্রিয় রয়েছে।