ksrm-ads

১৯ এপ্রিল ২০২৫

ksrm-ads

ভাইয়ের ছবি নিয়ে আহাজারি, শেষবারের মতো মুখ দেখতে চান এনামুল

শিহাব উদ্দিন শিবলু, মিরসরাই »

চট্টগ্রামের মিরসরাইয়ে ড্রেজার ডুবিতে নিখোঁজ দুই ভাইয়ের ছবি নিয়ে সাগর পাড়ে অপেক্ষা করছেন এনামুলল হক মোল্লা। এর মধ্যে বুধবার (২৬ অক্টোবর) সকালে ছোট ভাই ইমাম মোল্লার মরদেহ উদ্ধার হলেও এখনো নিখোঁজ বড় ভাই শাহিন মোল্লা। মঙ্গলবার সকাল ১০টা থেকে এখনো পর্যন্ত ভাইদের মরদেহের অপেক্ষায় প্রহর গুনছেন তিনি।

এনামুলল হক মোল্লা অভিযোগ করে বলেন, সোমবার রাত সাড়ে ৮টার দিকে আমার আপন দুই ভাই ও অপর চাচাতো-জেঠাতো ছয় ভাই বালু উত্তোলনের ড্রেজার উল্টে ভেতরে আটকে পড়ে। রাতে বিষয়টি শোনার পর তাত্ক্ষণিক রওয়ানা দিয়ে সকাল ১০টায় ঘটনাস্থলে পৌঁছে তেমন কোনো উদ্ধার তৎপরতা চোখে পড়েনি। দুপুর ২টা বাজলেও ঘটনাস্থলে পৌঁছেনি ডুবুরি দল। এরপর তারা যেনতেনভাবে উদ্ধার চালায়। কিন্তু ড্রেজার থেকে কোনো মরদেহ উদ্ধার করতে পারেনি। আমি ফায়ার সার্ভিসের লোকজনকে বারবার বলেছি, আমি আপনাদের সঙ্গে উদ্ধার অভিযানে যাই। কিন্তু তারা আমাকে নিয়ে যায়নি। এরপর রাত ৯টার দিকে আল-আমিন নামে একজনের মরদেহ উদ্ধার করে। আজ সকালে তিনজনের মরদেহ উদ্ধার করে। তারমধ্যে আমার ভাই ইমাম মোল্লাও রয়েছে।

তিনি বলেন, বাড়ি থেকে বারবার ফোন দিচ্ছে, তাদের পাইছি কিনা। কিন্তু বাড়িতে কোনো খবর দিতে পারছি না। ভাইদের শরীরের হাড্ডি হলেও নিয়ে যেতে চাই। তাহলেও অন্তত মনকে বুঝাতে পারবো।

এনামুলল হক মোল্লা আরও অভিযোগ করেন, ফায়ার সার্ভিস, প্রশাসন সবাই প্রথমে অবহেলা করেছে। তারা যদি দ্রুত উদ্ধার অভিযান শুরু করতো তাহলে আরও আগে মরদেহগুলো পাওয়া যেত। তাদের শরীরের এভাবে পঁচন ধরতো না।

এদিকে, বুধবার দুপুর ১টা পর্যন্ত এখনো চারজন শ্রমিক নিখোঁজ রয়েছেন। মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিনহাজুর রহমান বলেন, সোমবার রাত থেকে এখনো পর্যন্ত ঘটনাস্থলে রয়েছি। নিখোঁজ আট শ্রমিকের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাতে একজন ও বুধবার সকালে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখন সাগরে জোয়ার থাকায় উদ্ধার অভিযান কিছুটা বিলম্বিত হচ্ছে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ