ksrm-ads

২৫ মার্চ ২০২৫

ksrm-ads

ভারতকে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম দিতে চায় বাংলাদেশ

বাংলাধারা ডেস্ক  »

করোনার দ্বিতীয় ঢেউয়ে লন্ডভন্ড প্রতিবেশি দেশ ভারত। প্রথম ঢেউয়ের চেয়ে করোনা পরিস্থিতি ভয়াবহ অবস্থা ধারণ করেছে দেশটিতে। সেখানে দৈনিক সংক্রমণের সংখ্যা আড়াই থেকে তিন লক্ষাধিক।

এমন পরিস্থিতি বিবেচনায় ভারতীয়দের জন্য জরুরি ভিত্তিতে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পাঠানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। এর মধ্যে ইনজেক্টেবল অ্যান্টি-ভাইরাল, ওরাল অ্যান্টি-ভাইরাল, ৩০ হাজার পিপিই কিট এবং কয়েক হাজার জিংক, ক্যালসিয়াম, ভিটামিন সি এবং অন্যান্য প্রয়োজনীয় ট্যাবলেটের প্রায় ১০ হাজার শিশি রয়েছে।

বৃহস্পতিবার(২৯ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকার কোভিড মহামারিতে ভারতে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। বাংলাদেশ এই সংকটময় মুহূর্তে ঘনিষ্ঠ প্রতিবেশী ভারতের সঙ্গে সংহতি জানাচ্ছে এবং প্রাণ বাঁচাতে প্রতিটি সম্ভাব্য উপায়ে সহায়তা সরবরাহ করতে প্রস্তুত রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দুর্দশা নিরসনের জন্য বাংলাদেশের মানুষের চিন্তা-ভাবনা ও প্রার্থনা ভারতের জনগণের সঙ্গে রয়েছে। প্রয়োজনে ভারতকে আরও সহায়তা দিতে আগ্রহী বাংলাদেশ।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন