ksrm-ads

২২ মার্চ ২০২৫

ksrm-ads

ভারতকে বিশ্বের মানচিত্রে তুলে ধরতে যাচ্ছেন নোরা ফাতেহি

বাংলাধারা বিনোদন »

আইটেম গার্ল খ্যাত নোরা ফাতেহি বলিউডের সবচেয়ে জনপ্রিয় নৃত্যশিল্পীদের একজন। বলিউড ইন্ডাস্ট্রিতে আইটেম গানে ঝলক দেখাচ্ছেন নোরা। বেশ কয়েকটি সুপারহিট গানে নৃত্যের ঝলক দেখিয়ে খুব অল্প সময়ের মধ্যে খ্যাতি কুড়িয়েছেন এই আইটেম গার্ল। নিজের দক্ষতা দিয়ে বারবার মুগ্ধ করেছেন ভক্তদের। হোক অভিনয় কিংবা নাচ বরাবরই নিজেকে প্রমাণ করেছেন।

এবার ভারতকে বিশ্বের মানচিত্রে তুলে ধরতে যাচ্ছেন এই লাস্যময়ী।

পিংক ভিলার এক প্রতিবেদনে জানা যায়, আসন্ন কাতার বিশ্বকাপ আয়োজনে নাচবেন নোরা। হলিউড সেনসেশন জেনিফার লোপেজ এবং ওয়াকা ওয়াকা’খ্যাত শাকিরার পর এবার যোগদান করছেন তিনি।

আগামী ডিসেম্বরে ফিফা বিশ্ব মঞ্চে দক্ষিণ পূর্ব এশিয়ার প্রতিনিধিত্বকারী একমাত্র অভিনেত্রীও তিনি।

কাতার বিশ্বকাপ উপলক্ষ্যে নোরার জন্য গান তৈরি করেছে ‘রেড ওয়ান’। যারা ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের থিম সং শাকিরার ‘ওয়াকা ওয়াকা’ গানও প্রযোজনা করেছেন।

জেনিফার লোপেজ ‘ওলে ওলা’ শিরোনামে ২০১৪ ফিফা বিশ্বকাপের অফিশিয়াল গান গেয়েছিলেন। এর পর ‘লা লা লা’ গানটিও প্রযোজনা করেছিল ‘রেড ওয়ান’।

পিংক ভিলা আরও বলেছে, শুধু নাচই নয়; কাতার বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানেও হিন্দিতে গান গাইবেন নোরা। ফিফা অ্যান্থেম বা মূল সংগীতে নাচের পাশাপাশি কণ্ঠও মেলাবেন আবেদনময়ী এ নৃত্যশিল্পী।

জন্মসূত্রে নোরা ফাতেহি একজন মরোক্কান। বলিউডের প্রেমে পড়ে নিজের স্বপ্ন পূরণের জন্য এসেছিলেন ভারতে।

বাহুবলী: দ্য বিগিনিং এবং কিক ২-এর মতো ছবিতে আইটেম গান করে জনপ্রিয়তা অর্জন করলেও ২০১৮ সালের ‘সত্যমেভ জয়তে’ সিনেমায় ‘দিলবার’ গানে তার নাচ সেই সময় ঝড় তুলেছিল ইন্টারনেট দুনিয়ায়। এর পর ‘সাকি সাকি’, ‘কুসু কুসু’, ‘পাচতাওগে’, ‘গারমি’, ‘কামারিয়া’, ‘ড্যান্স মেরি রানি’সহ বেশ কয়েকটি জনপ্রিয় গানে পারফর্ম করেছেন নোরা। সব গান ও নোরার নাচ দর্শকের হৃদয় কেড়ে নিয়েছে।

ভারত ছাড়িয়ে তার পরিচিতি ছড়িয়ে গেছে আন্তর্জাতিক পরিমণ্ডলেও। যার ফলে বড় এক প্রাপ্তি যোগ হতে যাচ্ছে ‘দিলবারখ্যাত’ পারফরমারের ক্যারিয়ারে।

আরও পড়ুন