ksrm-ads

১৬ মার্চ ২০২৫

ksrm-ads

ভারতীয় কারাগার থেকে মুক্তি পেয়ে চট্টগ্রামে ফিরলেন ৯০ বাংলাদেশি জেলে ও নাবিক

দীর্ঘ অপেক্ষার পর চট্টগ্রামে ফিরেছেন ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক ৯০ বাংলাদেশি জেলে ও নাবিক। মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ৯টায় পতেঙ্গার কর্ণফুলী চ্যানেলের ১৫ নম্বর ঘাটে তাদের সঙ্গে ফিরেছে দুটি মাছ ধরার ট্রলার—‘এফভি লায়লা-২’ ও ‘এফভি মেঘনা-৫’।

দুই দেশের বন্দি বিনিময় কার্যক্রম রোববার (৫ জানুয়ারি) আন্তর্জাতিক জলসীমায় বন্দি বিনিময়ের অংশ হিসেবে ৯০ জন বাংলাদেশি জেলে এবং ৯৫ জন ভারতীয় জেলে নিজেদের দেশে ফেরার সুযোগ পান। দুই দেশের নৌপরিবহন কর্তৃপক্ষের মাধ্যমে এই কার্যক্রম পরিচালিত হয়।

জেলেদের আটক ও মুক্তি প্রক্রিয়া গত বছরের ৯ ডিসেম্বর বাংলাদেশের সমুদ্রসীমায় মাছ ধরার সময় ভারতীয় কোস্টগার্ড ‘এফভি লায়লা-২’ ও ‘এফভি মেঘনা-৫’ নামের দুটি ফিশিং ট্রলারসহ ৭৮ জন জেলে-নাবিককে আটক করে। তাদের উড়িষ্যার প্যারাদ্বীপে নিয়ে যাওয়া হয় এবং আদালতে হাজির করে অনুপ্রবেশের অভিযোগে কারাগারে পাঠানো হয়।

এছাড়া, ১২ সেপ্টেম্বর প্রতিকূল আবহাওয়ার কারণে ‘এফভি কৌশিক’ নামের আরেকটি মাছ ধরার নৌকা ডুবে গেলে, এতে থাকা ১২ জন জেলেকে ভারতীয় কোস্টগার্ড উদ্ধার করে এবং একই অভিযোগে কারাগারে রাখে।

ট্রলারগুলোর বিস্তারিত এফভি লায়লা-২ মালিক: এস আর ফিশিং। যাত্রা: ২৭ নভেম্বর। আরোহী: ৪১ জন। ফেরার কথা ছিল: ২০ ডিসেম্বর। এফভি মেঘনা-৫ মালিক: সিঅ্যান্ডএফ অ্যাগ্রো লিমিটেড।যাত্রা: ২৪ নভেম্বর।আরোহী: ৩৭ জন। ফেরার কথা ছিল: ১৪ ডিসেম্বর।

চট্টগ্রামে ফিরে আসা দীর্ঘ দিন কারাগারে থাকার পর নিজ ভূমিতে ফিরে এসে জেলেরা স্বস্তি প্রকাশ করেছেন। পতেঙ্গা ঘাটে তাদের স্বাগত জানাতে জেলে সংগঠন ও স্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মুক্তিপ্রাপ্ত জেলেরা এখন পরিবারের সঙ্গে মিলিত হওয়ার অপেক্ষায়।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ