বাংলাধারা স্পোর্টস »
আইপিএল থেকে বিদেশি ক্রিকেটাররা কোটি কোটা রোজগার করে নিয়ে যাছেন, নিন্দুকদের এমন কথা বলতে শোনা যায় হামেশাই। করোনা মরামারির কঠিন সময়েও আইপিএলের বিনোদন জারি রয়েছে বলেও ভ্রু কোঁচকাতে দেখা গিয়েছে অনেককেই। ক্রিকেটারার কেন মহামারির সময়ে দেশবাসীর পাশে দাড়াচ্ছেন না, এমন প্রশ্নও তুলতে দেখা গিয়েছে কিছু লোককে। তাঁদের ভুল প্রমাণিত করে মহামারির বিরুদ্ধে লড়াইয়ে ভারতবাসীর পাশে দাঁড়ালেন এক বিদেশি ক্রিকেটার।
ভারতের এই কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছেন বর্তমানে দেশটিতে আইপিএল খেলতে যাওয়া প্যাট কামিন্স। হাসপাতালে অক্সিজেন সরবরাহ করার জন্য ৫০ হাজার ডলার দিয়েছেন এই অস্ট্রেলিয়ান তারকা।
বর্তমানে কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলতে ভারতে আছেন প্যাট কামিন্স। তাতে অনেকের কাছ থেকেই শুনতে পাচ্ছেন ভারতের করুণ অবস্থা। এই জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলেন অসি তারকা। এক টুইট বার্তায় নিজেই খবরটি জানিয়েছেন এই তারকা পেসার।
টুইটারে কামিন্স লিখেছেন, ‘খেলোয়াড় হিসেবে আমাদের এমন একটি প্ল্যাটফর্ম রয়েছে, যা আমাদের লাখ লাখ মানুষের কাছে পৌঁছানোর সুযোগ করে দেয়। এটি আমরা ভালো কাজের জন্য ব্যবহার করতে পারি, এই কথাটি মাথায় রেখে ভারতের হাসপাতালের জন্য সুনির্দিষ্টভাবে অক্সিজেন কেনার জন্য আমি প্রধানমন্ত্রীর তহবিলে অবদান রেখেছি। আমার সতীর্থ আইপিএল খেলোয়াড় ও বিশ্বের যে কেউ যারা ভারতের অনুরাগ-উদারতার ছোঁয়া পেয়েছেন, সাহায্যের হাত নিয়ে এগিয়ে আসতে আমি তাদের উৎসাহিত করছি। আমি ৫০ হাজার ডলার (প্রায় সাড়ে ৩৭ লাখ রুপি) দিয়ে শুরু করছি। আমি জানি যে, আমার এই অনুদান বিশাল প্রয়োজনের মধ্যে খুব বেশি নয়। তবে আশা করি, এটি কারো জন্য পার্থক্য তৈরি করবে।’
— Pat Cummins (@patcummins30) April 26, 2021
করোনার দ্বিতীয় ঢেউয়ে ভারতের রোগীদের চিকিৎসায় চরম অক্সিজেন সঙ্কট দেখা দিয়েছে। দিল্লি, মহারাষ্ট্র, কর্ণাটকসহ দেশের একাধিক রাজ্যে হাসপাতালের শয্যাও অপ্রতুল হয়ে পড়েছে। ১৩০ কোটি জনসংখ্যার দেশ ভারতে করোনাভাইরাস এখন সর্বোচ্চ আগ্রাসী আকার ধারণ করেছে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ অনেক দেশই টিকার উপাদানসহ অন্যান্য সরঞ্জাম সরবরাহের মাধ্যমে ভারতের পাশে দাঁড়িয়েছে।
বাংলাধারা/এফএস/এআর