বাংলাধারা ডেস্ক »
ভারতের মহারাষ্ট্র রাজ্যের নাগপুরে জরুরি অবতরণ করা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি দেশে পৌঁছেছে।
শুক্রবার দিবাগত রাতে ১২৪ যাত্রী নিয়ে ফ্লাইটটি দেশে পৌঁছায়।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, ভারতের মহারাষ্ট্রের নাগপুরের ড. বাবাসাহেব আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে মাস্কাট-ঢাকা রুটের এই উড়োজাহাজ। ওই ফ্লাইটে ১২৪ যাত্রী ছিল।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকারের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতের নাগপুরের জরুরি অবতরণ করা ফ্লাইটটির যাত্রীদের নিয়ে শুক্রবার রাত ১০টা ৫০ মিনিটে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা হয়। শুক্রবার রাত ১২টা ৫১ মিনিটে ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এর আগে গতকাল ভারতের রায়পুরের আকাশে থাকাকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ওই উড়োজাহাজের পাইলট ক্যাপ্টেন নওশাদ অসুস্থ বোধ করেন। এরপর উড়োজাহাজটি ভারতের নাগপুরে জরুরি অবতরণ করে। পরে ক্যাপ্টেন নওশাদকে স্থানীয় হোপ হাসপাতালে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করা হয়।
বিমানের ব্যবস্থাপনা পরিচালক আবু সালেহ মোস্তফা কামাল জানান, যত দূর জানা গেছে, আজ শুক্রবার সকাল ১০টা ৪০ মিনিটের দিকে বিমানটি ভারতের নাগপুরে জরুরি অবতরণ করে। উড়োজাহাজটিতে বিজনেস ক্লাসের ২ যাত্রীসহ মোট ১২৪ যাত্রী ছিল।
বাংলাধারা/এফএস/এআই