ভারতে পাচারকালে চট্টগ্রামের মিরসরাই উপজেলার অলিনগর সীমান্ত হতে ১৮ পিস ইলিশ মাছ জব্দ করেছে বিজিবি।
রোববার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া এগারোটা দিকে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী উপজেলার করেরহাটের অলিনগর (আমলীঘাট) এলাকায় বিজিবির টহল দলের সদস্যরা মাছগুলো জব্দ করে।
বিজিবির তথ্য সূত্রে জানা যায়, রাত সোয়া ১১টার দিকে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী অলিনগর (আমলীঘাট, ফেনী নদীর পাড়ে) মেইন পিলার নং-২২০২ এর ৪ আরবি হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ০২ টি বক্সে করে ১৮ পিস বাংলাদেশী ইলিশ মাছ ভারতে পাচারের সময় বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মাছগুলো রেখে পালিয়ে যায়। মালিক বিহীন মাছের বক্স ২টি জব্দ করে ক্যাম্প নিয়ে আসা হয়। আজ সোমবার মাছগুলো নিলামে ২১ হাজার ৬’শ টাকা মূল্যে বিক্রি করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কমান্ডার খুরশিদ আলম জানান, অবৈধভাবে অনুপ্রবেশ ও চোরাচালান বন্ধে আমলীঘাট, ফেনী নদীর পাড়ে টহল আরও জোরদার করা হবে।