ksrm-ads

২৬ এপ্রিল ২০২৫

ksrm-ads

ভারত থেকে আমদানি করা সাড়ে ২৪ হাজার টন চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ভারত থেকে আমদানিকৃত সাড়ে ২৪ হাজার টন সেদ্ধ চালের প্রথম চালান। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ১০টায় এমভি তানিশ ড্রিম নামের জাহাজটি বন্দরের ১১ নম্বর জেটিতে নোঙর করে।

চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক জ্ঞানপ্রিয় বিদূর্শী চাকমা জানান, চাল খালাসের আগে নমুনা সংগ্রহ করে ভৌত পরীক্ষা করা হবে। নিয়মিত প্রক্রিয়া শেষ হলে চাল খালাসের কাজ শুরু হবে।

উন্মুক্ত দরপত্রের আওতায় অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে ভারত থেকে আমদানি করা এ চালানটি বাংলাদেশের বাজারে চালের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন