ভালোবাসা দিবসে প্রিয়জনসহ জীবনের সেরা রোমাঞ্চকর অভিজ্ঞতা উপভোগ করতে ‘চিটাগাং হেলিকপ্টার এন্ড এয়ার সার্ভিস’ বিশেষ প্যাকেজ ঘোষণা করেছে।
প্রিয়জনকে নিয়ে পাখির চোখে দেখুন বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের পাহাড়, সাগর ও মেরিন ড্রাইভের অপরূপ সৌন্দর্য্য। কক্সবাজারে ঘুরতে ৫ হাজার টাকার প্যাকেজে আকাশ থেকে ঘুরে দেখা যাবে।
প্রতিজন ৫ হাজার টাকা করে ৫০০ ফুট উপর থেকে একসাথে ৪জন কক্সবাজার ঘুরে দেখতে পারবেন। যাত্রী নিরাপত্তার বিষয়ে সিভিয়েল এভিয়েশন কর্তৃক জানিয়েছে পরীক্ষিত হেলিকপ্টারে ভ্রমণপিপাসুরা ঘুরতে পারবেন নিরাপদে।
তরুণ উদ্যোক্তা ও চিটাগাং হেলিকপ্টার এন্ড এয়ার সার্ভিসের সিইও শাহনেওয়াজ শিপন বলেন, হেলিকপ্টারে চড়ার আগ্রহ অনেকের আছে কিন্তু সেসুযোগ কম। এ কারণে সাশ্রয়ী খরচে আমরা হেলিকপ্টার ভ্রমণ প্যাকেজ আয়োজন করেছি।