বাংলাধারা প্রতিবেদক»
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির ঘোষণার পর ফিলিং স্টেশনগুলোতে তেল পায়নি বেশিরভাগ গণপরিবহন। তাই আজ (শনিবার) সকাল থেকে চট্টগ্রামে গণপরিবহন চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপ।
শুক্রবার (৫ আগস্ট) চট্টগ্রাম মেট্রোপলিটন বাস মালিক সমিতির সভাপতি বেলায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
বেলায়েত হোসেন বলেন, ‘হঠাৎ রাতে জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেয়ার পর পাম্পগুলোতে গিয়ে তেল পায়নি গণপরিবহনগুলো। এই অবস্থায় আগের ভাড়ায় গাড়ি চালালে পরিবহন মালিকরা লোকসান গুনবে। টাকা সব পেট্রোল পাম্পওয়ালাদের দিয়ে আসতে হবে।’
‘তাই তেলের দাম বৃদ্ধির সাথে গণপরিবহন ভাড়া সমন্বয় না হওয়া পর্যন্ত আগামীকাল থেকে গাড়ি বন্ধ থাকবে।’—যোগ করেন তিনি।
প্রসঙ্গত, শুক্রবার (৫ আগস্ট) রাতে জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করে জারি করে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
ডিজেল ও কেরোসিনে লিটারপ্রতি ৩৪ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১১৪ টাকা। অকটেনে ৪৬ টাকা বেড়ে ১৩৫ টাকা ও পেট্রল লিটারে ৪৬ টাকা বেড়ে করা হয়েছে ১৩০ টাকা।
তবে ডিপোর ৪০ কিলোমিটারের বাইরে লিটারপ্রতি ডিজেল ১০৬ টাকা, কেরোসিন ১০৭ টাকা অকটেন ১২৪ টাকা এবং পেট্রল ১২০ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাংলাধারা/আরএইচআর