ksrm-ads

২১ এপ্রিল ২০২৫

ksrm-ads

ভুটান চাইলে সব বন্দর উন্মুক্ত থাকবে : প্রধানমন্ত্রী

বাংলাধারা ডেস্ক  »

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন ভুটান চাইলে তাদের জন্য সব বন্দর উন্মুক্ত থাকবে।
রোববার (৬ ডিসেম্বর) সকালে বাংলাদেশ-ভুটান সম্পর্কের ৫০ বছর পূর্তিতে এক ভার্চুয়াল সম্মেলনের মাধ্যমে ভুটানের সঙ্গে প্রেফারেন্সিয়াল ট্রেড অ্যাগরিমেন্ট (পিটিএ) চুক্তি সই করেন প্রধানমন্ত্রী। এসময় তিনি এই কথা বলেন।

এই প্রথম কোনও একটি দেশের সঙ্গে এ ধরনের দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি করলো সরকার। এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ-ভুটানের সাথে ১০০ পণ্যের শুল্কমুক্ত সুবিধা পাবে। এছাড়া ভুটান পাবে ৩৪ পণ্যের শুল্কমুক্ত সুবিধা।

ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিংয়ের উপস্থিতিতে বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি এবং ভুটানের অর্থনৈতিক বিষয়ক মন্ত্রী লোকনাথ শর্মা এ চুক্তি করেন।

সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, সমৃদ্ধ দেশ গড়তে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্কে বিশ্বাস করে বাংলাদেশ। তিনি আরো বলেন, আঞ্চলিক সুদৃঢ় যোগাযোগ অবকাঠামো সমৃদ্ধির নতুন দুয়ার উন্মোচন করবে। করোনা পরবর্তী সময়ে টিকে থাকার জন্য আঞ্চলিক ও আন্তর্জাতিক যোগাযোগের কোনো বিকল্প নেই।

প্রধানমন্ত্রী আরো বলেন, ভুটান চাইলে বাংলাদেশের চট্টগ্রাম, মংলা, পায়রা বন্দরসহ সৈয়দপুর বিমান বন্দর ব্যবহার করতে পারে।

বাংলাধারা/এফএস/এইচএফ/এআর

আরও পড়ুন