ksrm-ads

২৭ এপ্রিল ২০২৫

ksrm-ads

ভোট দিতে পেরে তরুণ ভোটারদের উচ্ছ্বাস

চট্টগ্রাম ১০ আসনের উপনির্বাচনে অবাধে ভোটাধিকার প্রয়োগ করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তরুণ ও নবীন ভোটাররা। রোববার (৩০ জুলাই) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হওয়ার পর থেকে ছোট ছোট দলে বিচ্ছিন্নভাবে কেন্দ্রে ভোট দিতে আসেন তরুণ ভোটাররা। পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে হাসিমুখে কেন্দ্র থেকে বের হতে দেখা যায় তাদের। বিশেষ করে ইভিএম ব্যবহার করে ভোট দেওয়ার সুযোগ পাওয়ায় তাঁদের মধ্যে এক ধরনের আনন্দ লক্ষ্য করা গেছে।

চট্টগ্রাম ১০ আসনের নিউ টাইগারপাস সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের ভোটার তানভীরুল ইসলাম। প্রথমবারের মতো দিতে এসেছেন জাতীয় সংসদ নির্বাচনে ভোট। ভোট দেওয়ার পর এ তরুণ ভোটার জানান, জীবনে প্রথমবারের মতো ভোট দিলাম। ভোট নিয়ে মানুষজনের কথাবার্তা শুনে শঙ্কায় ছিলাম। কিন্তু কেন্দ্রে এসে আমার ধারণা পাল্টে গেছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরেছি। ইভিএমে ভোট দিতে পেরে অনেক ভালো লেগেছে। দেশ যে প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে ইভিএম তার প্রমাণ।

ভোট দিতে কেন্দ্রে আসা আরেক ভোটার শাখাওয়াত হোসেন মুন্না। স্নাতকে অধ্যয়নরত এ তরুণ ভোটার বলেন, ইভিএমে ভোট দিতে গিয়ে একটু এলোমেলো লেগেছে। তবে প্রিজাইডিং কর্মকর্তা খুবই আন্তরিকভাবে সহযোগিতা করেছেন। প্রথম ভোট দিতে পারায় আমি অনেক খুশি।’

তরুণ ভোটাররা বলছেন, ভোট আমাদের নাগরিক অধিকার। অবশেষে নাগরিক দায়িত্ব পালন করলাম। পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি। আগে যেমন ভোটকেন্দ্রে প্রচুর ভিড় হতো এখন তেমনটা নেই। রোদের মধ্যে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়না। ইবিএমমে খুব সহজে দ্রুততম সময়ের মধ্যে ভোটপ্রদান করা যায়।

প্রসঙ্গত, চট্টগ্রাম-১০ আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগের মো. মহিউদ্দিন বাচ্চু নৌকা প্রতীক নিয়ে এবং জাতীয় পার্টির প্রার্থী মো. সামসুল আলম লাঙ্গল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া তৃণমূল বিএনপির দীপক কুমার পালিত সোনালী আঁশ, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের রশীদ মিয়া ছড়ি, স্বতন্ত্র প্রার্থী মো. আরমান আলী বেলুন ও মনজুরুল ইসলাম ভূঁইয়া রকেট প্রতীক নিয়ে এ আসনের জন্য লড়ছেন।

আফসারুল আমিনের মৃত্যুতে শূন্য হয়ে যাওয়া আসনটির উপনির্বাচনে নগরীর ১৫৬টি কেন্দ্রে সকাল ৮ টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটগ্রহণ চলবে বিকেল ৪ টা পর্যন্ত।

আরও পড়ুন