দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে আওয়ামী লীগের নৌকার প্রার্থী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন।
রোববার (৭ জানুয়ারি) সকাল পৌনে ১০টায় আনোয়ারার হাইলধর বশিরুজ্জামান স্মৃতি শিক্ষাকেন্দ্রে তিনি ভোট দেন।
পরে প্রতিক্রিয়ায় সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেন, আমি জয়ের ব্যাপারে আশাবাদী। টানা তিনবার জনগণের ভোটে এমপি ও মন্ত্রী হয়ে এলাকার জনগণের জন্য কাজ করেছি৷ আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে আনোয়ারা-কর্ণফুলীর জীবনমান উন্নয়ন হয়েছে। জনগণ উন্নয়নের প্রতীক নৌকা ও আমার প্রতি আস্থা রেখে ভোট দিবেন।
চট্টগ্রাম-১৩ আসনে অন্যান্য প্রার্থীরা হলেন- জাতীয় পার্টির প্রার্থী আব্দুর রব চৌধুরী টিপু (লাঙ্গল), ইসলামিক ফ্রন্টের স ম হামেদ হোসাইন (চেয়ার), ইসলামী ফ্রন্টের মাস্টার আবুল হোসেন (মোমবাতি), তৃণমূল বিএনপির মকবুল আহমদ চৌধুরী সাদাদ (সোনালী আঁশ), সুপ্রিম পার্টির মো. আরিফ উদ্দিন (একতারা), খেলাফত আন্দোলনের মৌলভী রশিদুল হক (বটগাছ)।