ksrm-ads

১৭ মার্চ ২০২৫

ksrm-ads

ভ্যাকসিন নেওয়ার তালিকায় দেশের শীর্ষে সীতাকুণ্ড উপজেলা

সীতাকুণ্ড প্রতিনিধি »

গত ২৭ জানুয়ারি ঢাকায় আনুষ্ঠানিকভাবে করোনা ভাইরাসের টিকা কার্যক্রমের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে দেশের উপজেলা ও জেলা শহরে টিকা দেওয়া শুরু হয়। টিকা নেওয়ার সেই তালিকায় দেশের উপজেলাগুলোর মধ্যে প্রথম স্থানে রয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা।

সীতাকুণ্ডের নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ২৭ হাজার ৪২৯ জন মানুষ প্রথম ডোজ টিকা নিয়েছে। একই সাথে দ্বিতীয় ডোজ নিয়েছে উপজেলার প্রায় ১১ হাজার ৪২৯ জন। যা দেশের উপজেলাগুলো ভিত্তিক সর্বাধিক টিকা গ্রহণ।

গত ৭ ফেব্রুয়ারি সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা কার্যক্রম উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম। এরপর গত ৮ এপ্রিল করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করেন তিনি।

সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য মতে, এখন পর্যন্ত এই উপজেলায় করোনায় আক্রান্ত হয়েছে ৬৫৭ জন তার মধ্যে সুস্থ হয়েছে ৫৯৫ জন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পুলিশসহ মৃত্যু বরণ করেন ২০ জন।

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নুর উদ্দিন রাশেদ বলেন, ‘করোনা টিকা নেওয়ার ক্ষেত্রে উপজেলাগুলোর মধ্যে সীতাকুণ্ড উপজেলা পুরো দেশের মধ্যে এক নম্বরে রয়েছে। চট্রগ্রাম সিভিল সার্জন ফলজে রাব্বি স্যারের দিক নির্দেশনায় সাধারণ মানুষকে টিকা নেওয়ার জন্য উৎসাহিত করছি, তারা আনন্দের সাথে টিকা গ্রহণ করছেন। হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সব ধরনের নির্দেশনা দিচ্ছি। করোনা রোগীদের সেবা দেওয়ার জন্য একটি হটলাইন নম্বরে ২৪ ঘণ্টা সেবা দিচ্ছি।’ যারা এখনো করোনা টিকা গ্রহণ করেনি দ্রুত রেজিস্ট্রেশন এর মাধ্যমে করোনা টিকা গ্রহণের অনুরোধ জানান এই কর্মকর্তা।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন