বিনোদন ডেস্ক »
দীর্ঘ ক্যারিয়ারের নানান লুকেই দেখা গেছে গুণী অভিনেতা আহমেদ রুবেলকে। তবে নতুন একটি লুকে ভয় ধরিয়ে দিচ্ছেন তিনি। যেখানে তার দুটি দাঁত স্বাভাবিকের চেয়ে অনেক বড়! এমনভাবে হা করে আছেন মনে হয় যে কাউকে মুহূর্তেই গিলে ফেলবেন।
আহমেদ রুবেল এমন লুক নিয়েছেন মূলত একটি মিউজিক্যাল ফিল্মে। সম্প্রতি প্রকাশিত এই মিউজিক্যাল ফিল্মটি হলো ‘ডেমোক্রেট’ ব্যান্ডের। যার শিরোনাম ‘জোছনা রাতে’। এতে মডেল হিসেবে প্রথমবার কাজ করেছেন আহমেদ রুবেল। তার বিপরীতে আছেন তাহিয়া তাসনিম।
এছাড়াও অতিথি শিল্পী হিসেবে অভিনেত্রী নাইরুজ সিফাতসহ ‘ডেমোক্রেট’ ব্যান্ডের সদস্যরা। ভিডিওটি নির্মাণ করেছেন ফাহিন আরেফিন ইভান।
গানটির গীতিকার ও সুরকার ফজলে আজিম জুয়েল। তিনি বলেন, ‘৯০ দশকের ব্যালার্ড রক মিউজিকের ফিল পাবেন শ্রোতারা, সঙ্গে সারপ্রাইজিং মিউজিক ভিডিও তো আছেই।’
উল্লেখ্য, ‘ডেমোক্রেট’ লাইন আপ: ফজলে আজিম জুয়েল (লিড ভোকাল), মন্জুরুল ইসলাম সুমন (গিটার), শামস্ ইমন (গিটার), জিয়া (বেজ গিটার) ও মুরাদ (ড্রামস)।