মিরসরাই উপজেলার ১১নং মঘাদিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাখাওয়াত হোসেন রিপনের স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) বিকালে উপজেলার আবুতোরাব বাজারে উপজেলা যুবদলের সিনিয়র সদস্য এসএম সুমনের সভাপতিত্বে এ স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রিপন আমাদের সম্পদ ছিলো। রিপনের মৃত্যুতে মঘাদিয়া যুবদলের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। রিপনের জীবন ছিলো সংগ্রামী জীবন। ১৭ বছর সৈর শাসকের অত্যাচার নির্যাতন সহ্য করেছে। ৫ আগস্টের পরও দলের বিপথগামী একটা অংশ রিপনকে মিথ্যা হত্যা মামলার আসামী করেছে। সেই মিথ্যা মামলা কাঁধে নিয়েই তাকে কবরে যেতে হয়েছে। রিপনের আত্মার মাগফেরাত কামনা করছি।
মঘাদিয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোমিনুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা যুবদলের সাবেক আহবায়ক কামাল উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলমগীর, মিরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফোরকান উদ্দিন, ১৩ নং মায়ানী ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ মুছা মিয়া, মিরসরাই পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব জাহিদ হুসাইন, মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মহি উদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক রবিউল হোসেন রবি, সাবেক যুগ্ম আহবায়ক গোলাম রব্বানী, সাবেক যুগ্ম আহবায়ক ইব্রাহিম, সাবেক যুগ্ম আহবায়ক এম হেলাল উদ্দিন, মঘাদিয়া ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, যুবদলের যুগ্ম আহবায়ক করিম শাহ, যুগ্ম আহবায়ক মোশারফ হোসেন, যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম সুমন, যুবদলের সদস্য মিঠু নাথ, সদস্য মোরশেদ, যুবদল নেতা আরিফ হোসেন, যুবদল নেতা রনি, যুবদল নেতা আজিম উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সিঃ যুগ্ম আহবায়ক আবদুল কাইয়ুম, ছাত্রদল নেতা আব্দুস সালাম রিপাত প্রমুখ।













