বাংলাধারা ডেস্ক ঃ
চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে বৃটিশ বিরোধী আন্দোলনের সংগঠক, অবিভক্ত ভারতবর্ষের ত্যাগী রাজনীতিবিদ, শিক্ষা সম্প্রসারণের অগ্রদূত, সাংবাদিকতার পথিকৃৎ প্রখ্যাত সাহিত্যিক, গবেষক খ্যাতিমান মনীষী মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী’র ৭২তম মৃত্যুবার্ষিকীর স্মরণ সভা গতকাল ২৪ অক্টোবর বীর মুক্তিযোদ্ধা এম. আবু ছালেহ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি বাবুল কান্তি দাশের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন সাংবাদিক ও সংগঠক সুজিত কুমার দাশ।
সংগঠনের সাধারণ সম্পাদক আসিফ ইকবালের পরিচালনায় এতে আলোচনায় অংশ নেন রাজনীতিবিদ মো. নাছির উদ্দীন, ছড়াকার লিটন কুমার চৌধুরী, আবৃত্তিশিল্পী সোমা মুৎসুদ্দী, কবি সঞ্জয় কুমার দাশ, কবি মোঃ মনজুর আলম, স্বপন সেন, সংগঠক সুমন বড়ুয়া, ছাত্রনেতা এম. মনজুর আলম, মোঃ কলিম উল্লাহ, ছড়াকার সাফাত বিন সানাউল্লাহ, পলাশ দাশ, সবুজ চৌধুরী প্রমুখ।
সভায় বক্তারা বলেন, উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামের অগ্রদূত, অন্যতম বীর সেনানী, বিশিষ্ট রাজনীতিবিদ, বিপ্লবী কন্ঠস্বর, সংগ্রামী জননেতা, বৃটিশ সাম্রাজ্যবাদের আতঙ্ক, সাহিত্য ও সাংবাদিকতার অগ্রনায়ক, অশেষ পাণ্ডিত্যের অধিকারী, আজীবন নিঃস্বার্থ সমাজসেবী, প্রখ্যাত ধর্মীয়নেতা, সমাজসংস্কারক, অসম্প্রদায়িক চেতনার অনন্য ব্যক্তিত্ব, অসংখ্যা শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মৌলানা মনিরুজ্জামান ইসলামাবাদী। চট্টগ্রামে প্রথম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার স্বপ্নদ্রষ্টাও তিনি। সাধারণ মানুষকে আলোকিত করতে তাঁর নিরলস কর্মপ্রচেষ্টা প্রশংসনীয়।