মনোনয়ন ফরম জমা দিয়েছেন আওয়ামী লীগের ২ প্রার্থী। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেন তারা।
প্রার্থীরা হলেন— চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নৌকার প্রার্থী খাদিজাতুল আনোয়ার সনি (এমপি) ও একই আসনে স্বতন্ত্র প্রার্থী এইচ এম আবু তৈয়ব।
সরেজমিনে দেখা গেছে, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নৌকার প্রার্থী খাদিজাতুল আনোয়ার সনি (এমপি) ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আসেন। এসময় তার সমর্থকরা উপস্থিত ছিলেন।
এছাড়াও মনোনয়ন ফরম জমা দিতে আসেন একই আসনের স্বতন্ত্র প্রার্থী এইচ এম আবু তৈয়ব । তার সঙ্গেও তার সমর্থকদের উপস্থিত থাকতে দেখা যায়।
এর আগে একই আসনের জোটের প্রার্থী সাবেক এমপি সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীও চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে মনোনয়ন ফরম জমা দিতে দেখা গিয়েছে।তার সঙ্গেও বেশ কিছু সমর্থক উপস্থিত থাকতে দেখা গেছে।