ksrm-ads

২২ মার্চ ২০২৫

ksrm-ads

মন্ত্রিসভাসহ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক»

সম্পূর্ণ মন্ত্রিসভা নিয়ে পদত্যাগ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তান শ্রি মুহিউদ্দিন ইয়াসিন। দায়িত্ব নেওয়ার ১৭ মাস পর পুরো মন্ত্রিসভা নিয়ে পদত্যাগ করেছেন তিনি।

সোমবার (১৬ আগস্ট) বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ সংস্থা বিষয়টি নিশ্চিত করেছে।

দেশটির বিজ্ঞানমন্ত্রী খয়েরি জামালউদ্দিন তার ইনস্টাগ্রাম পোস্টে জানান, মুহিউদ্দীনকে পদত্যাগপত্র নিয়ে প্রাসাদে প্রবেশ করতে দেখা গেছে। এরপরই সেখানে তিনি রাজার কাছে পদত্যাগপত্র জমা দেন।

এদিকে মালয়েশীয় গণমাধ্যম ‘মালয় মেইল’ পদত্যাগপত্র জমা দেওয়ার তথ্য নিশ্চিত করে বলেছে, খুব শিগগিরই জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন ‘স্বল্পমেয়াদি প্রধানমন্ত্রী’ মুহিউদ্দিন। তবে এ ব্যাপারে এখনও প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে মন্ত্রিসভার সদস্য ও নিজের রাজনৈতিক দলের নেতাকর্মীদের পদত্যাগের বিষয়টি মৌখিকভাবে জানিয়েছিলেন মুহিউদ্দিন।

২০২০ সালে মালয়েশিয়ার পার্লামেন্ট দেওয়ান রাকাইয়েতের সদস্যদের ভোটে বিজয়ী হয়ে দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন মুহিউদ্দিন। তবে পক্ষে-বিপক্ষে পড়া ভোটের ব্যবধান অল্প থাকায় নিজের পদ ধরে রাখতে চাপের মুখে ছিলেন তিনি।

এদিকে তার পদত্যাগের পর পরবর্তী কে সরকার গঠন করবে তা এখনো স্পষ্ট নয়। দেশটির কোনো আইনপ্রণেতার পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা নেই। এছাড়া চলমান করোনা মহামারিতে নতুন করে নির্বাচন আয়োজন করা হবে কিনা সেই বিষয়টিও স্পষ্ট নয়।

এছাড়া, করোনা মাহামরি মোকাবেলায় ব্যর্থতা, স্বেচ্ছাচারিতা, মহামারি পরিস্থিতিতে অর্থনীতি পুনর্গঠনে সঠিক নির্দেশনা দিতে না পারা এবং অযৌক্তিকভাবে রাজাকে দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণার পরামর্শ দেওয়ার অভিযোগ রয়েছে মুহিউদ্দিন ইয়াসিনের বিরুদ্ধে।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন