দেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম লেক চট্টগ্রামের মিরসরাইয়ের মহামায়া লেক থেকে অবৈধভাবে মাছ ধরার জন্য ব্যবহত ৩ হাজার মিটার কারেন্ট ও ডুব জাল জব্ধ করা হয়েছে। শনিবার (১২ আগস্ট) জব্দকৃত জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
জানা গেছে, এক শ্রেণীর অসাধু প্রায় সময় প্রতি রাতে অবৈধভাবে লেকের মাছ ধরে নিয়ে যায়। ২০২৩-২০২৪ অর্থ বছরে মহামায়া প্রকল্প ১ কোটি ৭০ লাখ টাকায় ইজারা দেয় বনবিভাগ। ইজারা পায় এ.আর এন্টারপ্রাইজ।
জাল পুড়িয়ে ধ্বংস করার সময় উপস্থিত ছিলেন ইজারাদার ও মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া, করেরহাট ইউনিয়নের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু সুফিয়ান বিপ্লব, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এরাদুল হক নিজামী ভুট্টু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাইফুল্লাহ দিদার।