ksrm-ads

১১ সেপ্টেম্বর ২০২৪

ksrm-ads

মহেশখালীতে অস্ত্র-গুলিসহ নৌবাহিনীর হাতে যুবক গ্রেফতার

Cox

মহেশখালীতে জননিরাপত্তা নিশ্চিতে নিয়োজিত নৌ-সদস্যরা টহলকালে অস্ত্রসহ এক যুবককে গ্রেফতার করেছে। শনিবার (১০ আগস্ট) সন্ধ্যায় মহেশখালী উপজেলার ছোট মহেশখালীর ঠাকুরতলা আদিনাথ মন্দির এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার ও অস্ত্রটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন নৌ-বাহিনীর লে. কমান্ডার সৈয়দ আহমেদ সাকিব।

গ্রেফতার যুবক রায়হান (২৭) মহেশখালীর নতুন বাজার ফকিরাঘোনা এলাকার আমির হোসেনের ছেলে।

নৌ-বাহিনীর লে. কমান্ডার সৈয়দ আহমেদ সাকিব বলেন, বর্তমান পরিস্থিতিতে সর্বসাধারণের জান-মাল, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের সার্বিক নিরাপত্তা প্রদান ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে নৌবাহিনীর সদস্যরা দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে নিয়োজিত রয়েছে। সে ধারাবাহিকতায় শনিবার বিকেলে টহলটিম মহেশখালীর ঠাকুরতলা আদিনাথ মন্দির এলাকায় পৌছালে মন্দিরের অদূরে স্থানীয়দের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ পায়। হামলার সংবাদ পেয়ে টহলরত নৌবাহিনী দলটি দ্রুত ঘটনাস্থলে গেলে সশস্ত্র এক সন্ত্রাসীকে দেশীয় অস্ত্র ও দুই রাউন্ড গুলিসহ আটক করতে সক্ষম হয়। এ সময় তার অন্য সহযোগিরা পালিয়ে যায়।

তিনি আরো জানান, পরবর্তীতে অস্ত্রসহ আটক যুবককে মহেশখালী থানায় হস্তান্তর করা হয়। পুরো উপজেলায় কয়েকটি ভাগে বিভক্ত হয়ে নৌ-সদস্যদের টহল জোরদার করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন