ksrm-ads

১৪ জুন ২০২৫

ksrm-ads

মহেশখালীতে আগুনে পুড়লো ৫ বাড়ি

কক্সবাজার প্রতিনিধি»

কক্সবাজারের মহেশখালীতে বৈদ্যুতিক শট সার্কির্টে ৫টি বাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

সোমবার (২১ মার্চ) দুপুরে মহেশখালী পৌরসভার দক্ষিণ পুটিবিলা দাসি মাঝি পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, বৈদ্যুতিক শট সার্কিট থেকে নুরুল হক প্রকাশ নুইন্যার বসত ঘরে অগ্নিকাণ্ডে সূত্রপাত হয়। খবর পেয়ে মহেশখালী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকরা।

এ ব্যাপারে মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ ইয়াছিন আলী জানান, ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতা করা হবে।

আরও পড়ুন