৮ জুলাই ২০২৫

মহেশখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বাংলাধারা প্রতিবেদন »

মহেশখালীর মাতারবাড়ীতে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (৩০ ডিস্বম্বর) সকালে মাতারবাড়ী ইউনিয়নের মনহাজির পাড়ায় খেলতে গিয়ে পানিতে পড়ে মৃত্যু হয় তার।

শিশুটি মনহাজির পাড়ার ওয়াজ উদ্দীনের মেয়ে মোশারফা বেগম (৮)।

শিশুটির পরিবার জানায়, সকালে খেলতে গিয়ে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পিছনে পুকুরে পড়ে যায় মোশারফা। পরে সে বাড়িতে ফিরে না আসায় খোঁজাখুঁজি শুরু হয়। একপর্যায়ে পুকুরের পানিতে শিশুটি ভেসে উঠে। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে স্থানীয়ভাবে তাকে দাফন করা হয়।

বাংলাধারা/এফএস/এইচএফ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ