৮ জুলাই ২০২৫

মাইক্রোবাসে র‌্যাবের তল্লাশি—ফেনসিডিল ও গাঁজাসহ আটক ৩

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রামের পটিয়ায় একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ৩৪৯ বোতল ফেনসিডিল ও ১৭ কেজি গাঁজাসহ ৩ জনকে আটক করেছে র‌্যাব-৭।

মঙ্গলবার (৯ আগস্ট) দুপুরে এই তথ্য জানান র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার।

আটককৃতরা হলেন- মো. সোহেল (২৭), মো. জয়নাল আবেদীন রাশেদ ও শাফায়েত হোসেন (২২)।

তিনি জানান, মাইক্রোবাস যোগে মাদকদ্রব্য নিয়ে কালুরঘাট থেকে পটিয়ার দিকে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। মাইক্রোবাসের পেছনের আসনের পা রাখার স্থান থেকে ৪টি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ৩৪৯ বোতল ফেনসিডিল ও ১৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতরা দীর্ঘদিন ধরে ফেনী জেলার সীমান্ত এলাকা থেকে বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে খুচরা ও পাইকারি মূল্যে বিক্রি করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৬ লাখ টাকা। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ