চন্দনাইশের দোহাজারীতে মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ নাঈম (৩১) নামে একজন নিহত হয়েছেন এবং আরও তিনজন আহত হয়েছেন।
দুর্ঘটনাটি ঘটেছে সোমবার (২৭ জানুয়ারি) সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী বিওসি মোড় এলাকায়। নিহত নাঈম লোহাগাড়ার আমিরাবাদ এলাকায় কর্মস্থলে যাচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের মতে, চন্দনাইশ থেকে ৪ জন যাত্রী নিয়ে একটি সিএনজি অটোরিকশা সাতকানিয়ার দিকে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের সাথে সংঘর্ষ ঘটে।
দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত নাঈম ও চালক জুয়েলকে (৩০) উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা সেখানে নাঈমকে মৃত ঘোষণা করেন। চালক জুয়েলসহ আহত বাকি দুই যাত্রী প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
দোহাজারী হাইওয়ে থানার ওসি শুভ রঞ্জন চাকমা জানিয়েছেন, দুর্ঘটনার পর মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশা ঘটনাস্থল থেকে জব্দ করা হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে।