বাংলাধারা ডেস্ক »
বুধবার (১৪ আগস্ট) রাতেই মাকে নিয়ে দেশে ফিরবেন জাতীয় দলের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। এর আগে গত ২ আগস্ট হজ করতে মাকে নিয়ে সৌদি আরবের উদ্দেশ্যে দেশ ছেড়েছিলেন সাকিব। যথাযথ মর্যাদায় হজ পালন করার পর দেশে ফিরতে আর বেশি সময় নিচ্ছেন না জাতীয় দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক।
সৌদি আরবের স্থানীয় সময় বেলা ৩টার (বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টা) ফ্লাইটে দেশের উদ্দেশ্যে রওনা হবেন সাকিব। পরে বাংলাদেশ সময় রাত ১টায় মাকে নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তিনি।
এর আগে অবশ্য জানা গিয়েছিল, হজের আনুষ্ঠানিকতা শেষ করে ২০ আগস্ট দেশে ফিরবেন সাকিব। যে কারণে সে সময় শঙ্কার মুখে পড়ে গিয়েছিল জাতীয় দলের ক্যাম্পে সাকিবের যথাসময়ে অংশগ্রহণ।
তবে আজ রাতেই তিনি ফিরে আসায় সে সংশয় আর থাকছে না। আগামী ১৮ আগস্ট থেকে শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। বিশ্রামের জন্য কয়েকদিন ছুটি নিয়ে হয়তো ক্যাম্পের দ্বিতীয়-তৃতীয় দিনেই যোগ দেবেন সাকিব।
বাংলাধারা/এফএস/এমআর/টিএম