ksrm-ads

১৯ এপ্রিল ২০২৫

ksrm-ads

মাঙ্কিপক্স আক্রান্ত সন্দেহে বিদেশী নাগরিক হাসপাতালে ভর্তি

বাংলাধারা ডেস্ক »

তুরষ্ক থেকে আসা এক ব্যক্তিকে মাঙ্কিপক্সে আক্রান্ত সন্দেহে ঢাকার মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে নেওয়া হয়েছে। তবে ওই ব্যক্তির পরীক্ষা-নিরীক্ষা এখনো  শেষ হয়নি।

টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বেলা ১২টায় শাহজালাল বিমানবন্দরে নামেন। ইমিগ্রেশন পার হওয়ার সময় সন্দেহ হলে তাকে প্রথমে বিমানবন্দর হেলথ সেন্টারে এরপর সংক্রামক ব্যাধি হাসপাতালে পাঠানো হয়।

সংক্রামক ব্যাধি হাসপাতালের পরিচালক মো. মিজানুর রহমান বিকালে গণমাধ্যমকে বলেন, ওই ব্যক্তির হাত, কনুই, পা, হাঁটুর ত্বকে ফুসকুড়ি রয়েছে। তাই তাকে মাঙ্কিপক্সের রোগী বলে সন্দেহ করা হয়েছে।

আইইডিসিআরের একটি দল ওয়ি ব্যক্তির নমুনা সংগ্রহ করেছে। নমুনার রিপোর্ট আসতে ২৪ ঘন্টা লাগবে। ওই ব্যক্তিকে আইসোলেশনে রাখা হয়েছে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ