মিরসরাই প্রতিনিধি »
চট্টগ্রামের মিরসরাইয়ে দেশীয় চোলাই মদসহ হৃদয় দাশ (২০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ৩০ লিটার মদ উদ্ধার করা হয়।
শুক্রবার (৫ আগস্ট) সকালে উপজেলার মিঠাছড়া খোলা বাজারের মাছের আড়ৎ থেকে তাকে আটক করা হয়। আটক আসামি উপজেলার হাইতকান্দি ইউনিয়নের উত্তর হাইতকান্দি এলাকার অনিল চন্দ্র দাসের পুত্র।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ কবির হোসেন জানান, মাদক নির্মূল করতে গোপন সংবাদের ভিত্তিতে মিঠাছড়া বাজারস্থ মাছ বাজারের পাশ্ববর্তী রতনের মাসের আড়ৎতের পাশে অভিযান চালিয়ে ৩০ লিটার চোলাই মদসহ হৃদয় দাশকে আটক করা হয়।
আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে ।