ksrm-ads

২২ মার্চ ২০২৫

ksrm-ads

মাঝি-মাল্লা নিয়ে সাগরে ফিশিংট্রলার ডুবি, ৭ জেলে নিখোঁজ

কক্সবাজার প্রতিনিধি»

টেকনাফে মাছ শিকার করতে গিয়ে ১৮ জন মাঝি-মাল্লা নিয়ে সাগরে ডুবে গেছে ফিশিং ট্রলার ‘এফবি বানু’। ডুবে যাওয়া ট্রলারের ১১ জন জেলে কূলে ফিরে আসতে পারলেও এখনও নিখোঁজ রয়েছেন প্রধান মাঝি আলতাজসহ ৭ জন জেলে।

কূলে ফিরে আসা মাঝিরা জানান, বাইন(ট্রলারের তলা) ফেটে এই দুর্ঘটনা ঘটেছে। ওই সময় ট্রলারের ১৮ জন মাঝি-মাল্লাই প্রাণ বাঁচাতে সাগরে ঝাঁপ দেন।

মঙ্গলবার (১৭ আগষ্ট) প্রথম প্রহরের দিকে বঙ্গোপসাগরের টেকনাফ পাটুয়ারটেক পয়েন্টে এই ‍দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ট্রলার মালিক রফিকুল হুদা চৌধুরী।

তিনি জানান, মঙ্গলবার রাত ১টা পর্যন্ত মাঝি-মাল্লাদের সাথে তাঁর যোগাযোগ ছিল। তারপর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে অন্য একটি মাছ ধরার ট্রলারে ১১ জন জেলে কূলে ফিরে এসেছেন।

কক্সবাজার জেলা ফিশিং ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জানান, বাইন ফেটে ট্রলারটি ডুবে গেছে। ১১ জেলে উদ্ধার হলেও ট্রলারটির প্রধান মাঝি আলতাজ মাঝিসহ ৭ জন এখনও নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে তৎপরতা চলছে বলে উল্লেখ করেন তিনি।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন