৮ জুলাই ২০২৫

মাটিরাঙ্গাতে জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন ও ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদ

খাগড়াছড়ি প্রতিনিধি  »

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার আমতলী ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড এর আয়োজনে জাতির পিতার জন্মশত বার্ষিকী উদযাপন ও বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১জানুয়ারি) বিকাল ৫টার দিকে অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. জমির আলী ভূইঁয়া। প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন খাগড়াছড়ি মুক্তিযোদ্ধা ইউনিটের জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. রইচ উদ্দিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মাটিরাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. মনসুর আলী, মাটিরাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাংগঠনিক সম্পাদক মো. আবুল কাশেম, আমতলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. জমির আলী, আমতলী মৌজা প্রধান ও আওয়ামীলীগ নেতা তারেন কুমার এিপুরা, মাটিরাঙ্গা উপজেলা ছাএলীগের সাধারন সম্পাদক আবু তালেব।

প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি জেলা ইউনিটের জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. রইচ উদ্দিন বলেন, বলেন, ১৯৭১ সালে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা বাংলাদেশকে স্বাধীন করেছি। সেই বঙ্গবন্ধুর অবমাননা আমরা মুক্তিযোদ্ধারা সহ্য করব না। যুদ্ধ ছেড়ে দিয়েছি, অস্ত্র জমা দিয়েছি, কিন্তু প্রশিক্ষণ রয়েছে আমাদের। সোনার বাংলাদেশে আর একবার যদি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবমাননা হয়, তাহলে মুক্তিযোদ্ধারা বসে থাকবে না।মৌলবাদীদের উচ্ছেদ করতে প্রয়োজনে বীর মুক্তিযোদ্ধারা আবারও ঝাঁপিয়ে পড়বেন বলেও হুঁশিয়ারি করেন তিনি।

আলোচনা সভার আগে জাতির পিতার জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে আমতলী মুক্তিযোদ্ধা কমান্ডের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার জন্য বিশেষ দোয়া ও মুনাজাত করেন মুক্তিযোদ্ধারা।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ