ksrm-ads

১৩ জুন ২০২৫

ksrm-ads

মাটিরাঙ্গাতে লেক থেকে যুবকের মরদেহ উদ্ধার

খাগড়াছড়ি প্রতিনিধি»

পার্বত্য খাগড়াছড়ি জেলার  মাটিরাঙ্গা পৌরসভার  ইছাছড়া এলাকায় দুই পাহাড়ের ঢালুতে সৃষ্টি হওয়া লেক থেকে মো. নুর নবী (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৭ আগস্ট) সকাল ১১টার দিকে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলীর নেতৃত্বে পুলিশের  একটি চৌকস দল তার মরদেহ উদ্ধার করে।

মো. নুর নবী মাটিরাঙ্গা পৌরসভার ১ নং ওয়ার্ডের ইছাছড়া এলাকার মো. আবুল কালামের ছেলে। তিনি পেশায় একজন বর্গাচাষী।

স্বজনরা জানায়, মো. নুর নবী বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুরের দিকে জমিতে দেয়ার জন্য কীটনাশক সঙ্গে নিয়ে বের হয়। কিন্তু রাত হয়ে গেলেও বাড়ি না ফেরায় প্রতিবেশি ও স্বজনরা খোঁজাখুজি শুরু করে। শেষ পর্যন্ত শুক্রবার সকাল ৮টার দিকে লেকে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পান মা রহিমা বেগম। পরে স্থানীয় কাউন্সিলরের মাধ্যমে মাটিরাঙ্গা থানায় খবর দেয়া হয়।

মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী বলেন, ‘মৃতব্যক্তির কোমড়ে লুঙ্গিতে মোড়ানো অবস্থায় কীটনাশক পাউডারের প্যাকেট ও একটি বিষের বোতল পাওয়া গেছে। প্রাথমিকভাবে সে বিষপান করে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। আত্মহত্যার কারণ উদঘাটনে পুলিশ  তদন্ত করছে।’

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন