ksrm-ads

১৯ মার্চ ২০২৫

ksrm-ads

মাটিরাঙ্গায় প্রদর্শনী মৎস্য খামারে মাছের পোনা মজুদ ও উপকরণ বিতরণ

খাগড়াছড়ি প্রতিনিধি »

পার্বত্য অঞ্চলের জনগোষ্ঠীর পুষ্টির চাহিদা পুরণ, কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচনের লক্ষে পার্বত্য খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার আমতলী ইউনিয়নের হারুন হেডম্যান পাড়ায় পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্প মৎস্য অধিদপ্তর রাঙ্গামাটি পার্বত্য জেলার প্রদর্শনী মৎস্য খামার -০.৪৯ (জলায়তন হেক্টর) জমিতে মাটিরাঙ্গা উপজেলা মৎস্য অফিসের বাস্তবায়নে প্রদর্শনীতে মাছের পোনা মজুদ ও উপকরণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরের দিকে আমতলী ইউনিয়নের হারুন হেডম্যান পাড়ার মৎস্যচাষী মো:আব্দুস ছাওারের মৎস্য প্রদর্শনী মৎস্য খামারে মাছের পোনা মজুদ ও উপকরণ বিতরণ অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা মৎস্য কর্কর্তা আরিফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন, মাটিরাঙ্গা উপজেলা সহকারি কমিশনার ভূমি ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো. হেদায়েত উল্ল্যাহ।

অন্যােন্যার মাঝে আমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গণি, মাটিরাঙ্গা উপজেলা রিসোর্চ ইন্সট্রাক্টর মো: আসগর আলী, আমতলী ইউনিয়ন পরিষদের সদস্য মো: ইউনুচ রাইটার, আমতলী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও মৎস্য চাষী আব্দুর রহমান প্রমুখ।

মাটিরাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান বলেন, মাটিরাঙ্গা উপজেলার আমতলী ইউনিয়নের হারুন হেডম্যান পাড়ায় পার্বত্য চট্টগ্রাম মৎস্য অধিদপ্তরের অর্থায়নে মৎস্যচাষী আব্দুস ছাওারের ০.৪৯ (জলাআয়ত হেক্টর) জমিতে ২০২০-২০২১ অর্থসালে ক্রীকবাঁধ নির্মাণ করা হয় সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা ব্যয়ে প্রদর্শনী মৎস্য খামারে মাছের পোনা মজুদ ও উপকরণ দেওয়া হয়েছে।

এই মৎস্য খামারটিতে কার্পজাতীয় মাছের পোনা মাছচাষের উপযোগি হওয়াতে মাছের উৎপাদন বৃদ্ধি হবে মাছচাষী সহ ১২ জন সুফলভোগী অর্থনৈনিক ভাবে লাভবান হবে এলাকার মাছের চাহিদা মিটিয়ে বাহিরের উপজেলার মাছের চাহিদা মেটাতে পারবে বলে জানান তিনি।

প্রধান অতিথির বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা সহকারি কমিশনার ভূমি ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (অ.দা) মো: হেদায়েত উল্ল্যাহ। পার্বত্য চট্রগ্রাম মৎস্য খামারের প্রকল্পের মাধ্যমে মাটিরাঙ্গা উপজেলার গ্রামীণ মানুষের দারিদ্র্য বিমোচন দূর হবে মাছ চাষের মাধ্যমে স্হানীয় ভাবে মাছের চাহিদা মেটাতে পারবে।

বর্তমানে মাছচাষে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে গবেষণার মাধ্যমে গুণগত মানের পোনার চাহিদা পুরণ এবং গ্রামীণ বেকার সমস্যার সমাধান, চাষিদের আয় বাড়ানো, মজুদ পুকুরে ভাল মানের পোনার চাহিদা পূরন, মাছের উৎপাদন বৃদ্ধি সহ মাছ চাষীরা অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হবে বলে জানান মাটিরাঙ্গা উপজেলা সহকারি কমিশনার ভূমি ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (অ.দা) মো:হেদায়েত উল্ল্যাহ।

বাংলাধারা/এআই

আরও পড়ুন