৮ জুলাই ২০২৫

মাটিরাঙ্গায় ভয়াবহ অগ্নিকান্ডে কোটি টাকার ক্ষয়-ক্ষতি

খাগড়াছড়ি প্রতিনিধি »  

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউনিয়নের বেলছড়ি বাজারের বৃহস্পতিবার রাতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

স্হানীয় বাজার ব্যবসায়ী সূএে জানা গেছে, রাত পৌনে ১২ টার দিকে বেলছড়ি বাজারের কবিরের কুলিংকর্ণার দোকান থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়।

অগ্নিকান্ডের খবর পেয়ে মাটিরাঙ্গা ফায়ার সার্ভিস ইউনিটের কর্মী, পলাশপুর জোনের বিজিবি, স্হানীয় এলাকাবাসী সহ , প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনার আগেই অন্তত ১০টি দোকান পুড়ে যায়।

আগুনে পুড়ে যাওয়া ব্যবসাপ্রতিষ্টানের মধ্যে রয়েছে সারের দোকান ৩ টি, ওষুধের দোকান ২ টি, মুদির দোকান ৩ টি, কুলিংকর্ণার ১টি চায়ের দোকান ১টি এতে প্রায় ১ কোটি ৫০লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

রাতে অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে ২ নং গলির দোকানগুলো যাতে না পুড়ে সেজন্য দমকল ব্যবহার করে আগুন নিয়ন্ত্রনে আনে। বেলছড়ির সমস্ত এলাকার বিদ্যূৎ সংযোগ বিছিন্ন করা হয়েছে।

অগ্নিকান্ডের খবর পেয়ে ছুটে আসেন পলাশপুর জোনের বিজিবি,স্হানীয় বেলছড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক বেলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো:রহমত উল্ল্যাহ, বেলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো:নজরুল ইসলাম আগ্নিকান্ডেরস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের শান্তনা দেন।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ