খাগড়াছড়ি প্রতিনিধি »
সারাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৬টা থেকে পরবর্তী সাতদিনের সরকারি বিধি-নিষেধ বা কঠোর ‘লকডাউন’ শুরু হলো। এই সাতদিন সব অফিস, যানবাহন ও দোকানপাট বন্ধ রেখে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
কঠোর লকডাউনের প্রথম দিনে বৃহস্পতিবার (১ জুলাই) সকালে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের সাথে একাট্টা হয়ে মাঠে নেমেছেন সেনাবাহিনী, পুলিশ-বিজিবিসহ নির্বাচিত জনপ্রতিনিধি ও স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহি অফিসার ফারজানা আক্তার ববির নেতৃত্বের সকাল থেকে মাঠে ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মেহেদী হাসান শাকিল, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী, মাটিরাঙ্গা উপজেলা আ.লীগের সভাপতি ও মাটিরাঙ্গা বাজার পরিচালনা কমিটির সভাপতি এম হুমায়ন মোরশেদ খান, মাটিরাঙ্গা উপজেলা আনসার ভিডিপি (ভারপ্রাপ্ত) কর্মকর্তা রহিমা বেগম, মাটিরাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র-২ মোহাম্মদ আলী, মাটিরাঙ্গা বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাম প্রমুখ।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহি অফিসার (অ.দা.) নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে সাধারণ মানুষকে ও ব্যবসায়ীদের সচেতন করার জন্য আমরা প্রশাসন সরকারি নির্দেশনা অনুযায়ী মাঠে কাজ করছি। সবাইকে নিরাপদে থাকার জন্য ঘরের বাহিরে না আসার জন্য মানুষকে পরামর্শ দিচ্ছি।
এসময় অ-প্রয়োজনে কেউ ঘর থেকে বের হলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্হা গ্রহণ করা হবে বলেন তিনি।
বাংলাধারা/এফএস/এআই