ksrm-ads

১ মে ২০২৫

ksrm-ads

মাটিরাঙ্গা সেনা জোনের অভিযানে চার লক্ষ টাকার বিদেশি সিগারেট জব্দ

অবৈধ পথে আসা দুই হাজার দুইশত ত্রিশ প্যাকেট বিদেশী সিগারেট জব্দ করেছে মাটিরাঙ্গা সেনা জোন।বুধবার (১৯ মার্চ) দুপুর সাড়ে বারোটার দিকে এ সকল সিগারেট গুলো আটক করে গুইমারা রিজিয়নের ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মাটিরাঙ্গা সেনা জোন।

সেনাবাহিনী সূত্র জানিয়েছে, অবৈধ পথে আসা ভারতীয় সিগারেট খাগড়াছড়ি থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে একটি মোটরসাইকেল যোগে পাচার হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে ওয়ারেন্ট অফিসার রিপন আলী’র নেতৃত্বে একটি টহল দল মাটিরাঙ্গা জোনের আরপি চেকপোষ্টের উপস্থিতি টের পেয়ে মাটিরাঙ্গা জোনের পূর্বে কাঠাল বাগান এলাকায় দুটি বস্তা ফেলে রেখে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে বস্তা দুইটি খুলে ২২৩ কার্টুন (১৪৬ কার্টুন ওরিস, ৭৭ কার্টুন প্রেট্রন) বিদেশী অবৈধ সিগারেট জব্দ করা হয়। জব্দকৃত সিগারেটের আনুমানিক বাজারমূল্য চার লক্ষ টাকা।

এ বিষয়ে জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ কৌশিক জাহান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। আটককৃত সিগারেট সীতাকুণ্ড কাস্টমসে জমা করার কাজ চলমান রয়েছে। চোরাচালান রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন