ksrm-ads

২ ডিসেম্বর ২০২৪

ksrm-ads

মাঠে নামার আগেই দুঃসংবাদ পেল বাংলাদেশ

বাংলাধারা ডেস্ক »

বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচ খেলতে বিকালে ক্রিকেটির তীর্থক্ষ্যাত লর্ডসে নামছে বাংলাদেশ। টাইগারদের প্রতিপক্ষ পাকিস্তান। তবে মাঠে নামার আগে দুঃসংবাদ পেল বাংলাদেশ। চোটের কারণে ম্যাচটিতে খেলা প্রায় অনিশ্চিত মুশফিকুর রহিমের।

ম্যাচের আগের দিন বৃহস্পতিবার অনুশীলনে চোট পান মুশফিক। নেটে ব্যাট করার সময় একটি বল আঘাত হানে তার কনুইয়ে। ব্যথা পাওয়ার সঙ্গে-সঙ্গে মাঠ ছাড়েন তিনি। ড্রেসিংরুমে কিছুক্ষণ নেন শুশ্রূষা। এরপর হাসপাতালে পাঠিয়ে আঘাত-প্রাপ্ত স্থানে করানো হয় স্ক্যান।

স্ক্যান রিপোর্টে হাতে চিড় ধরা না পড়লেও হাত ফুলে ওঠে। যার ফলে স্লিংয়ে ঝুলিয়ে রাখা হয় হাত। সময় গড়ানোর সাথে হাতের উন্নতি না হলে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে তার খেলা নিয়ে দেখা দেয় অনিশ্চয়তা। শেষ পর্যন্ত ম্যাচের দিন নাটকীয় কিছু না ঘটলে হাতের এ চোটে উইকেটরক্ষক এ ব্যাটসম্যানকে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে পাওয়া হচ্ছে না বাংলাদেশের।

এদিকে মুশফিকের খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিলেও বাংলাদেশের জন্য রয়েছে আরও একটি স্বস্তির খবরও। কাফ মাসলের চোট থেকে শতভাগ সেরে না ওঠলেও আজ একাদশে ফেরার সম্ভাবনা রয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের। দলের স্বার্থে ৭০ শতাংশ ফিটনেস নিয়েই আজ মাঠে নামতে মরিয়া অভিজ্ঞ এ ক্রিকেটার।

অন্যদিকে বাতাসে গুঞ্জন মিলেছিল পাকিস্তানের বিপক্ষে খেলবেন না মাশরাফি বিন মুর্তজা। ইঞ্জুরির জন্যই মিলেছিল এমন খবর। এর জন্য ম্যাচের আগের দিন অনুশীলনও করেননি তিনি। তবে সব শঙ্কাকে ভেস্তে দিয়ে আবারও মাঠে নামার অপেক্ষায় তিনি।

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন