বন্যায় লক্ষীপুর জেলায় ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। লক্ষীপুর জেলায় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এনীর নেতৃত্বে ক্ষতিগ্রস্তদের মাঝে এই ত্রাণ বিতরণ করা হয়।
বৃহস্পতিবার লক্ষীপুর জেলার বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্তদের মাঝ ত্রাণ বিতরণ করেন তিনি।
বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এনী বলেন, এই কঠিন সময়ে, বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় আমাদের একসঙ্গে এগিয়ে আসা খুবই জরুরি। আমরা গর্বিত যে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সকালে এগিয়ে আসছেন। সকলের সহযোগিতায় আমরা দ্রুত প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিতে পারছি। এসময় তিনি বিত্তবানদের মানবিক কার্যক্রম চালিয়ে যেতে আহবান জানান।
ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা জসিম উদ্দিন সিকদার, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য আমিনুল ইসলাম তৌহিদ, চট্টগ্রাম উত্তর জেলা সিনিয়র যুগ্ম সম্পাদক এইচএম নুরুল হুদা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি খোরশেদ আলম শাওন প্রমুখ।