খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলায় “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই স্লোগানকে সামনে রেখে বুধবার (২ জানুয়ারি) উপজেলা প্রশাসনের উদ্যোগে তারুণ্যের উৎসব উদযাপন করা হয়।
বেলা ১১টায় মানিকছড়ি উপজেলার ঐতিহ্যবাহী রানী নিহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
র্যালিতে অংশগ্রহণ করেন মানিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আফরোজ ভূঁইয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ সাফকাত আলী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহামুদুল হাসান রুবেল, মানিকছড়ি উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক এনাম, সাধারণ সম্পাদক মো. মীর হোসেনসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রধান, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, স্কুলের শিক্ষক এবং শিক্ষার্থীরা।
সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আফরোজ ভূঁইয়া বলেন, “প্রজন্ম শিশু ও তরুণ্যের শক্তি দিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলব। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে তরুণদের উদ্যম ও মেধাকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে হবে।”
উৎসবটি তরুণ প্রজন্মের মধ্যে উদ্দীপনা ও নতুন স্বপ্নের বার্তা ছড়িয়ে দেয়।