চট্টগ্রাম সিটি করপোরেশনের ২৫ নম্বর রামপুর ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ আবদুস সবুর লিটন বলেছেন, ‘মানুষ স্বপ্রণোদিত হয়ে নৌকা প্রতীকে ভোট দিচ্ছে। চট্টগ্রামে আবারও নৌকার জয় হবে। সে ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। চট্টগ্রাম-১০ আসন উপনির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের সাবেক আহবায়ক মহিউদ্দিন বাচ্চুকে বিজয়ী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্ত করতে আমরা মাঠে কাজ করে যাচ্ছি।
রোববার (৩০ জুলাই) দুপুরে রামপুর নতুন বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে নিজের ভোট প্রধান শেষে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, বেলা বাড়ার সাথে সাথে ভোটার সংখ্যাও বাড়ছে। রামপুরা ওয়ার্ডে শতকরা ৪০ থেকে ৪৫ ভাগ আওয়ামীলীগের ভোট রয়েছে। আমরা নৌকার সবগুলো ভোট সংগ্রহের উদ্দেশ্যে ভোটারদের কেন্দ্রমূখী করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। নৌকা প্রতীকের জয় হবে এ ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী।
রোববার (৩০ জুলাই) চট্টগ্রাম-১০ আসনের উপ-নির্বাচনে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। নগরীর ১৫৬টি কেন্দ্রের এক হাজার ২৫১টি বুথে ইভিএমের মাধ্যমে উপনির্বাচনের এ ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।
চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামান বলেন, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। দুপুর ১টা পর্যন্ত কোন কেন্দ্রে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি র্যাব, বিজিবি মোতায়েন থাকবে। এ ছাড়া পুলিশের মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্সও কাজ করবে। নির্বাচন মনিটরিংয়ের জন্য ১৫৬টি কেন্দ্রে বসানো হয়েছে এক হাজার ৪০৭টি সিসিটিভি ক্যামেরা।
প্রসঙ্গত, চট্টগ্রাম-১০ আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগের মো. মহিউদ্দিন বাচ্চু নৌকা প্রতীক নিয়ে এবং জাতীয় পার্টির প্রার্থী মো. সামসুল আলম লাঙ্গল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া তৃণমূল বিএনপির দীপক কুমার পালিত সোনালী আঁশ, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের রশীদ মিয়া ছড়ি, স্বতন্ত্র প্রার্থী মো. আরমান আলী বেলুন ও মনজুরুল ইসলাম ভূঁইয়া রকেট প্রতীক নিয়ে এ আসনের জন্য লড়ছেন।