বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রাম সরকারী কলেজ ছাত্রলীগ নেতা সুভাষ মল্লিক সবুজের ওপর প্রতিপক্ষের হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার (২৬ জুন) রাতে আহত সুভাষ মল্লিক বাদী হয়ে এ মামলা করেন।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দীন বাংলাধারাকে বলেন, আহত ছাত্রলীগ নেতা সুভাষ মল্লিক সবুজ বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে চকবাজার থানায় মামলা দায়ের করেছেন। উল্লেখ্য, চট্টগ্রাম সরকারী কলেজ হোস্টেল গেটে বুধবার রাত ৯ টার দিকে ছাত্রলীগ নেতা সুভাষ মল্লিক সবুজের ওপর হামলা চালায় প্রতিপক্ষ।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। তিনি চট্টগ্রাম সরকারী কলেজ ছাত্রলীগের স্থগিত হওয়া কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। হামলার ঘটনার পর চকবাজার এলাকায় ব্যাপক ভাংচুর করেছে তার অনুসারীরা।
বাংলাধারা/এফএস/এমআর/টিএম/বি