বাংলাধারা বিনোদন »
টিভি পর্দার একসময়ের পরিচিত মুখ অভিনেতা আজিজুর রহমান আর নেই। আজ বৃহস্পতিবার ভোর ৪টা ১৫ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন তিনি। অভিনেতার পারিবারিক সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন আজিজুর রহমান। যে কারণে বেশ কিছুদিন ধরে অভিনয়ে অনিয়মিত ছিলেন।
জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর উত্তরার বাইতুল আমান জামে মসজিদে প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এখন গ্রামের বাড়ি নাটোরে নিয়ে যাওয়া হচ্ছে এই অভিনেতার মরদেহ। সেখানেই চিরনিদ্রায় শায়িত হবেন আজিজুর রহমান। জিয়াড়কোল বাগাতিপাড়া গ্রামে তাকে সমাহিত করা হবে।
বাংলাধারা/এফএস/ইরা