বিনোদন ডেস্ক »
বিশ্বখ্যাত রক ব্যান্ড বন জোভির ফাউন্ডার মেম্বার এবং বেজিস্ট এলেক জন সাস গতকাল (৫ জুন) মারা গিয়েছেন। ব্যান্ডটির ভোকাল জন বন জোভি সামাজিক যোগাযোগ মাধ্যমে এলেকের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
এলেকের মৃত্যুর খবর মুহুর্তেই ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। রক মিউজিসিয়ান কিংবা রক মিউজিক ফ্যান সবাই শোকে মুহ্যমান।

১৯৮৩ সালে নিউজার্সিতে প্রতিষ্ঠিত এই রক ব্যান্ডের প্রথম থেকেই ছিলেন এলেক। ১৯৯৪ সালে এই আইকনিক ব্যান্ড ছাড়লেও ব্যান্ডের ভোকাল জন বন জোভির সাথে বন্ধুত্ব ছিলো অটুট। এলেকের মৃত্যুর কথা জানাতে গিয়ে জন বন জোভি বলেন, ‘আমাদের প্রিয় বন্ধু এলেক জন সাস মারা গেছে, এটা শোনার পরে আমাদের হৃদয়টা ভেঙে গেছে। সে একজন ভালো হৃদয়ের অধিকারী। এলেক সব সময়ই আমাদের একজন। সত্যি বলতে, তার মধ্যে আমরা আমাদের পথ খুঁজে পেতাম।’