চলতি মাসেই সারা দেশে তিনবার কালবৈশাখী ঝড় হতে পারে বলে জানিয়েছে কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ে পিএইচডি গবেষক আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ।
শনিবার (১৫ মার্চ) তার নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে এ তথ্য দেন তিনি।
তিনি পোস্টে লেখেন, এই সপ্তাহের শুরুতে সিলেট, ময়মনসিংহ, চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে বজ্রপাত, শিলাবৃষ্টিসহ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। আগামী ২০ থেকে ২৩ মার্চ খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম, সিলেট বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে বজ্রপাত, শিলাবৃষ্টিসহ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে।
তিনি আরও লেখেন, ২৮ থেকে ৩১ মার্চ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও ঢাকা বিভাগের জেলাসমূহের ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে।