মালয়েশিয়াকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশমালয়েশিয়াকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশঅনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপে দুর্দান্ত ফর্ম ধরে রেখেছে বাংলাদেশের মেয়েরা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্বাগতিক মালয়েশিয়াকে ১২০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে জুনিয়র টাইগ্রেসরা।
মঙ্গলবার কুয়ালালামপুরে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৪৯ রানের বড় স্কোর দাঁড় করায় বাংলাদেশ। জবাবে মালয়েশিয়া ১৪.৫ ওভারে মাত্র ২৯ রানে অলআউট হয়ে যায়। নিশিতা আক্তারের বিধ্বংসী বোলিংয়ে ম্যাচ শেষ হয়ে যায় একপেশে লড়াইয়ে।
বাংলাদেশের ব্যাটিং: শুরুতে ঝড়, শেষে থিতু
বাংলাদেশের দুই ওপেনার ফাহমিদা ছোঁয়া (২৬) ও মোসাম্মদ ইভা (১৯) দ্রুত রান তুলে ৪৫ রানের জুটি গড়েন। তবে ইনিংসের মাঝামাঝি কিছুটা চাপে পড়ে দলটি। ৮৭ রানে ৫ উইকেট হারানোর পর দলের হাল ধরেন জান্নাতুল মাওয়া।চার নম্বরে নেমে ৪৫ বলে অপরাজিত ৪৫ রান করেন তিনি। তাকে সঙ্গ দেন সাদিয়া আক্তার, যিনি ১৯ বলে ৩১ রানের ঝড়ো ইনিংস খেলেন। তাদের ৬২ রানের জুটিতে বাংলাদেশের স্কোর পৌঁছে ১৪৯-এ।
মালয়েশিয়ার বিপর্যয়: দুই অঙ্কে পৌঁছাতে ব্যর্থ
১৫০ রানের বিশাল লক্ষ্যে খেলতে নেমে মালয়েশিয়া শুরু থেকেই চাপে পড়ে। দলের কোনো ব্যাটারই দুই অঙ্কে পৌঁছাতে পারেননি। সর্বোচ্চ ৫ রান করেন ওপেনার নুর আলিয়া। অতিরিক্ত থেকে পাওয়া ১২ রান ছাড়া তাদের স্কোর আরও কম হতো।
নিশিতার বোলিংয়ে ধস
বাংলাদেশের বোলিংয়ে নেতৃত্ব দেন অফ স্পিনার নিশিতা আক্তার। ৩.৫ ওভারে মাত্র ৩ রান দিয়ে তিনি শিকার করেন ৫ উইকেট।মিডিয়াম পেসার হাবিবা ইসলাম ও লেগ স্পিনার আনিসা আক্তারও দুর্দান্ত বোলিং করেন। তারা ৫ রান করে দিয়ে যথাক্রমে ৩ ও ২ উইকেট নেন।
সুপার ফোরে বাংলাদেশের চ্যালেঞ্জ
এই জয়ের ফলে বাংলাদেশ সুপার ফোরে জায়গা করে নিয়েছে। ১৯ ও ২০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য সুপার ফোরে তাদের প্রতিপক্ষ ভারত ও নেপাল। শীর্ষ দুই দল ২২ ডিসেম্বর ফাইনালে মুখোমুখি হবে।
বাংলাদেশের মেয়েরা এখন শিরোপা জয়ের স্বপ্নে বিভোর। তাদের এই ধারাবাহিক পারফরম্যান্স দলকে ফাইনালের দিকে এগিয়ে নিয়ে যাবে বলেই আশাবাদী ক্রিকেটপ্রেমীরা।