ksrm-ads

১৬ মার্চ ২০২৫

ksrm-ads

মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি : ৪ বাংলাদেশিসহ ৩৯ রোহিঙ্গা উদ্ধার

জেলা প্রতিনিধি, কক্সবাজার»

কক্সবাজারের টেকনাফের বাহারছড়া উপকূল দিয়ে অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়ায় যাওয়ার সময় ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় রোহিঙ্গাসহ ৩৯ জনকে উদ্ধার করেছেন বাংলাদেশ কোস্টগার্ডের সদস্যরা। তাদের মধ্যে ৪ জন বাংলাদেশি রয়েছে।

মঙ্গলবার (৪ অক্টোবর) ভোরে টেকনাফের শামলাপুর হলবনিয়া নৌঘাট থেকে তাদের উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় মেলেনি।

তবে জানা গেছে, উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে- মহেশখালীর ২ জন, টেকনাফ সাবরাং এর ১ জন, ঈদগাঁওয়ের ১ জন। বাকিরা উখিয়ার বালুখালী, কুতুপালং, হাকিম পাড়া সহ বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান। তিনি বলেন, সমুদ্র পথে রোহিঙ্গারা মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করলে তাদের বহনকারী ট্রলারটি ডুবে যায়। পরে কোস্টগার্ডের সহযোগিতায় তাদের জীবিত উদ্ধার করা হয়। তবে আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন। এখনো উদ্ধার কার্যক্রম চলছে।

টেকনাফের শামলাপুরের স্থানীয় যুবক তারেক বলেন, ভোরের দিকে সমুদ্রে হাঁটতে বের হয়েছিলাম। সেখানে দেখি কয়েকজন লোক বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে। পরে শুনি তাদের থেকে ট্রলার ডুবে গেছে। পরে কোস্টগার্ডকে খবর দিলে তারা বোট নিয়ে তাদের উদ্ধার করে।

আরও পড়ুন