বাংলাধারা প্রতিবেদক »
বিপিএলের চট্টগ্রাম পর্বে নিজেদের প্রথম ম্যাচে ঢাকা ডোমিনেটরসের বিপক্ষে টস হেরে বোলিং এর সিদ্ধান্ত পায় মাশরাফির সিলেট স্ট্রাইকার্স। তবে ব্যাটিং নিয়ে সিলেটের বোলারদের সামনে দাঁড়াতে পারেনি ঢাকার ব্যাটসম্যানরা। ২০ ওভার ব্যাটিং করে ৭ উইকেট হারিয়ে নাসিরদের সংগ্রহ মাত্র ১২৮ রান।
অপরদিকে ঢাকার বিপক্ষে মাত্র ১ টি ওভার বল করেছেন অধিনায়ক ম্যাশ। প্রথম ইনিংসের শেষ ওভারে বল করতে এসে মাত্র ৪ খরচ করেন মাশরাফি।
টস জিতে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেন ঢাকার ব্যাটাররা। প্রথম ওভারে সৌম্যর উইকেট নিয়ে সিলেটকে ব্রেক থ্রু এনে দেন রুবেল হোসেন। এরপর দিলশান ফিরে যান দলীয় ৩২ রানে। প্রথম বারের সুযোগ পাওয়া রবিন ফিরে যান শূন্য রানে। এই দুইটি উইকেট তুলে নেন ইমাদ ওয়াম ওয়াসিম। এরপর দলীয় ৫১ রানে ওসমান গনিকে ফিরান সিলেটের নাজমুল ইসলাম।
এরপর মোহাম্মদ মিঠুন ও ফিরে যান মাত্র ১৫ রানে। শেষদিকে নাসির আরিফুলের জুটিতে ১২৮ রানের পুঁজি পায় ঢাকা ডোমিনেটরস। ঢাকার হয়ে সর্বোচ্চ ৩১ বলে ৩৯ রান করেন অধিনায়ক নাসির হোসেন এবং আরিফুল হক করেন ১৬ বলে ২০ রান।
সিলেট স্ট্রাইকার্সের মোট ৫ জন বোলার ব্যবহার করেন ক্যাপ্টেন ম্যাশ। যেখানে ইমাদ ওয়াসীম একাই শিকার করেন ৩ উইকেট। এছাড়া নাজমুল, রুবেল এবং মোহাম্মদ আমির একটি করে উইকেট শিকার করেন। থিসারা পেরারা ও মাশরাফি ছাড়া বাকি সবাই ৪ ওভার করে বল করেন। শুধু থিসারা পেরারা করেন তিনটি ওভার এবং মাশরাফি করেন মাত্র একটি ওভার।