ksrm-ads

১৫ মার্চ ২০২৫

ksrm-ads

মাহমুদা মলির কবিতা—চলো হাঁটি দুজন

শরতের শিউলিরা সন্ধ্যের আঁধারে
খসে পড়ে আছে রাস্তার ধারে!
চারিদিকে লোডশেডিং…
টিমটিমে দু’চারটে বাতি
কুয়াশার আড়াল থেকে আলো ছড়াচ্ছে।

মনে হচ্ছে সব কিছু আধো ঘুমে আচ্ছন্ন!
শীতেরা এসে হালকা হুমড়ি খেয়ে বাতাসে মিলে গেছে।

আজ ইচ্ছেরা সব পাখা মেলে আছে
তোমার হাতে হাতটা রাখলে
শিউরিত হতো আকাঙ্খিত মন।
তুমি যাবে কি ঐপথে আমার সাথে?

আরও পড়ুন