ksrm-ads

১৮ ফেব্রুয়ারি ২০২৫

ksrm-ads

মা দিবসে দক্ষিণ ফ্লোরিডায় মঞ্চ মাতাবেন মমতাজ

মা দিবস ও ঈদ পুনর্মিলনী উপলক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আগামী ১২ মে (রোববার) এক জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

দক্ষিণ ফ্লোরিডার ডিয়ারফিল্ড বিচ এলাকার কোয়ায়েট ওয়াটার পার্কের এই অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে থাকছেন বাংলাদেশের লোকসঙ্গীতের রানী মমতাজ।

মা-এর সম্মানে দুপুর একটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই আয়োজনে কোনো প্রবেশমূল্য নেই। অনুষ্ঠানটির সার্বিক আয়োজনে আছে সামাজিক সংগঠন ‘ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি’।

আয়োজক সূত্রে জানা গেছে, স্বনামধন্য নৃত্যশিল্পী অলংকার চৌধুরী ছাড়াও অন্যান্যের মধ্যে সাকিব, রনি, শর্মিলা, পিয়ালী, দেব, রুবি, বাবু, রাজিব, আলমগীর ও লাভলু অনুষ্ঠানে পারফর্ম করবেন।

আয়োজক নাঈম খান দাদন, কাদের সরকার, এম কে আলম, লিটন মজুমদার, সালাম চাকলাদার , বুলবুল চৌধুরী, মিল্টন মজুমদার , কে জামান বাবু, মো. জামাল, মো. কাইছার, সজীব চৌধুরী(শামীম), মো. রাসেল, ইসতিয়াক বাবু, মো. মোর্শেদ, টিটন মালিক, ইমন করিম প্রবাসী বাঙালিদের সপরিবারে অনুষ্ঠানটি উপভোগের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ