১৫ জুলাই ২০২৫

চলে গেলেন মিরসরাইয়ের জনপ্রিয় চেয়ারম্যান খায়ের

বাংলাধারা প্রতিবেদন »  

চট্টগ্রামের মিরসরাই উপজেলার ১০ নং মিঠানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খায়রুল আলম খায়ের মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর।

মঙ্গলবার (৪ আগস্ট) রাত ৯টার দিকে নগরীর ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

তাঁর বাড়ি মিরসরাই উপজেলার ১০ নং মিঠানালা ইউনিয়নের বামুনসুন্দর গ্রামে।

মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন পুত্র, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

খায়রুল আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মিরসরাই উপজেলার সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আগামীকাল বুধবার (৫ আগস্ট) পশ্চিম মিঠানালা ইউনিয়নের বামুনসুন্দর গ্রামে বাদ যোহর মরহুমের নিজ বাড়িতে নামাজের জানাজা অনুষ্ঠিত হবে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন